প্রকাশিত: Sat, May 25, 2024 1:51 PM
আপডেট: Fri, May 9, 2025 7:46 PM

[১] যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন চালিত জাহাজ সাগরে ভাসতে তৈরি

রাশিদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রে ‘সি চেঞ্জ’ নামে একটি হাইড্রোজেন চালিত ক্যাটামারান ফেরি, উপসাগরীয় এলাকায় বাণিজ্যিকভাবে চলাচলের জন্য কোস্ট গার্ডের ছাড়পত্র পেয়েছে। ইলেকট্রেক

[৩] জাহাজ তৈরি প্রতিষ্ঠান সুইচ-এর সিইও পেস রালি বলেছেন, আমরা ইউএস কোস্ট গার্ড এবং আমাদের সমস্ত অংশীদারদের কাছ থেকে সহায়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এটি শেষ নয় বরং কেবল একটি সূচনা বিন্দু যা থেকে আরও অনেক কিছু তৈরি করা যাবে। 

[৪] সি চেঞ্জ হাইড্রোজেন জ্বালানী কোষ দিয়ে সজ্জিত যা এর সমস্ত বৈদ্যুতিক মোটরকে শক্তি যোগাবে। এই কোষগুলি জাহাজটিকে ১৫ নট (১৭ মাইল) পর্যন্ত গতিতে ৩০০ নটিক্যাল মাইল (৩৪৫ মাইল) পর্যন্ত ভ্রমণ করতে সাহায্য করবে। তীরে পৌঁছে চার্জিং পরিকাঠামোর প্রয়োজন হবে না।

[৫] ওয়াশিংটনের অল আমেরিকান মেরিন শিপইয়ার্ডে জাহাজটি তৈরি করা হয়েছে। এতে যাত্রী ধরবে ৭৫ জন। 

[৬] সমন্বিত হাইড্রোজেন পাওয়ার সিস্টেম চালিত এ জাহাজ থেকে কোনো রকম বায়ু দূষণ হবে না। ৩৬০ কিলোওয়াট জ্বালানী কোষ ছাড়াও বৈদ্যুতিক মোটর প্রোপালশন থেকে ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ পাবে জাহাজটি। সম্পাদনা: এম খান